১০৩তম দিনের যুদ্ধে যা জানা গেলো

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেশটির পূর্বাঞ্চলীয় রণক্ষেত্র পরিদর্শন করেছেন। রবিবার তিনি সেখানকার সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ডনবাস অঞ্চলে রুশ হামলা অব্যাহত থাকার সময় তিনি এই সফর করলেন। তার কার্যালয় প্রকামিত এক বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কি দনেস্ক অঞ্চলের বাখমুট অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের কমান্ড পোস্ট পরিদর্শন করেন। একই সঙ্গে সেভেরোদনেস্ক থেকে কয়েক কিলোমিটার দূরে লুহানস্ক অঞ্চলের লিসিচানস্কও সফর করেছেন। সেভেরোদনেস্কতে রুশ সেনাদের সঙ্গে লড়াই করছে ইউক্রেনীয় বাহিনী।
*পূর্বাঞ্চলীয় সেভেরোদনেস্কতে রুশ সেনাদের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
×স্লোভিয়ানস্ক, লিসিচানস্ক ও ওরিখোভ এলাকাতেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রুশ মর্টার ও কামানের গোলায় মেটোলকিনো, বরিভস্ক, উস্তিনিভকা ও টশকিভকা শহরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
*লুহানস্ক অঞ্চলের ইউক্রেনীয় গভর্নর সেরহি হাইদাই সোমবার জানান, সেভেরোদনেস্কতে ইউক্রেনের জন্য পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। তুমুল লড়াই চলছে। *একটি নির্দিষ্ট সময়ে ইউক্রেনীয় যোদ্ধারা পাল্টা হামলা চালাতে পেরেছে, শহরের প্রায় অর্ধেক মুক্ত করেছে তারা। কিন্তু আবারও পরিস্থিতির অবনতি হয়েছে।
*হাইদাই আরও জানান, সেভেরোদনেস্ক ও লিসিচানস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণ দশগুণ বেড়েছে। লুহানস্কের অনেক শহরের পরিস্থিতি মারিউপোলের মতো। রুশরা সেভেরোদনেস্ক ও লিসিচানস্ক ছাড়ছে।
*ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর হতে এখন পর্যন্ত ২৬২ শিশু নিহত ও ৪৬৭ জন আহত হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের প্রকাশিত পরিসংখ্যানে এই দাবি করা হয়েছে।
*মাইকোলাইভ শহরের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ টেলিগ্রামে বলেছেন, শহরে বিস্ফোরণ ঘটেছে।
*স্বঘোষিত দনেস্ক পিপল’স রিপাবলিক-এর আঞ্চলিক প্রতিরক্ষা দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় গোলাবর্ষণে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছে।
*ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রবিবার সকালে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল পশ্চিমা সমরাস্ত্র রণক্ষেত্রে ইউক্রেনীয় ইউনিটে পৌঁছানো বাধাগ্রস্ত করা।
*রবিবার রাশিয়ার পক্ষ থেকে হুমকির পরও ইউক্রেনকে দূরপাল্লার রকেট আর্টিলারি সরবরাহ করবে যুক্তরাজ্য। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন অস্ত্র কিয়েভকে সরবরাহ করা হলে নতুন নিশানায় বোমা হামলা চালানো হবে। যুক্তরাজ্য এম২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস দিতে পারে। এগুলো ৫০ মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম।
*অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ নিশ্চিত করেছেন, নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অস্ট্রেলিয়া উপস্থিত হবে।
*মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন জে. সালিভ্যান বলেছেন, ইউক্রেন যুদ্ধের পর বিশ্বের বৃহত্তম দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংকট তৈরি হলেও মস্কোর মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত হবে না রাশিয়ার।
রবিবার বাল্টিক সাগরে দুই সপ্তাহব্যাপী মার্কিন নেতৃত্বাধীন নৌ মহড়া শুরু করেছে ন্যাটো। এতে ফিনল্যান্ড ও সুইডেনসহ ১৬ দেশের ৭ হাজার নৌ, বিমান ও মেরিন সেনা অংশগ্রহণ করবে। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি বলেছেন, এটি যুক্তরাষ্ট্র ও অপর ন্যাটো দেশের জন্য গুরুত্বপূর্ণ।
*রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এক সাংবাদিক বলেছেন, পূর্ব ইউক্রেনে রাশিয়ার আরেক জন জেনারেল মেজর জেনারেল রোমান কুটুজভ নিহত হয়েছেন।
*ইউক্রেনে রাশিয়ার উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা নিহতের সর্বশেষ ঘটনা এটি। এই বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
*সার্বিয়ার প্রতিবেশী দেশগুলোকে তাদের আকাশসীমায় বিমান চলাচলের অনুমতি না দেওয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সার্বিয়া সফর বাতিল করেছেন।
*রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে জানিয়েছেন, বুলগেরিয়া, নর্থ মেসিডোনিয়া ও মন্টেনেগ্রো ল্যাভরভের বিমানকে অনুমতি দেয়নি।
*ইউক্রেনকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও লিওপার্ড যুদ্ধের ট্যাংক সরবরাহ করবে স্পেন। এগুলো পরিচালনার জন্য ইউক্রেনীয়দের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেবে দেশটি।
*ইউক্রেনীয় আইনপ্রণেতা ইয়েভহেন ইয়াকোভেঙ্কোকে মলদোবা সীমান্তে আটক করা হয়েছে ইন্টারপোলের অনুরোধে। সোমবার মলদোবার বর্ডার পুলিশ এই তথ্য জানিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান